কি সেবা কিভাবে পাবেন
নিরাপত্তা সেবা প্রত্যাশী সংস্থার জন্য
নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে কোনপ্রত্যাশী সংস্থা তাদের সংস্থার নিরাপত্তার জন্য আনসার অংগীভূত করতে পারেন (সশস্ত্র/নিরস্ত্র)।
(১) আবেদনঃ কোন প্রত্যাশী সংস্থা জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে সংরক্ষিত নির্দিষ্ট আবেদন ছক পূরণ করে তাঁদের দাপ্তরিক লেটার হেড প্যাডের সাথে সংযুক্ত করে জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে আনসার অংগীভূতির অনুরোধপত্র দাখিল করবেন।
(১-ক) আবেদন পত্রের সহিত আবশ্যিক সংযুক্তি সমূহ নিম্নরূপঃ
(১-খ) বিভাগীয় পরিদর্শনঃ-
আনসার প্রত্যাশী সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফরমে উল্লেখিত তথ্য-সমূহের সঠিকতা যাচাই কল্পে ও প্রস্তাবিত স্থানে আনসার অংগীভূত করা যাবে কিনা এ মর্মে সংশ্লিষ্ট উপজেলা/থানা আনসার-ভিডিপি অফিসার পরিদর্শন পূর্বক জেলা কমান্ড্যান্ট এর বরাবর প্রতিবেদন দাখিল করবেন। পরবর্তীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের স্মারক নং-অপাঃ/কেপিআই/৮৯০(৩)/৪০১/আনস্, তারিখঃ-০৩/০৪/২০১১ খ্রিঃ এর নির্দেশের আলোকে জেলা কমান্ড্যান্ট বা তার প্রতিনিধি আবেদিত স্থাপনা পরিদর্শন করে থাকেন।
উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং জেলা কমান্ড্যান্ট কর্তৃক পরিদর্শন ইতিবাচক মতামত দাখিল হলে সংস্থায় আনসার মোতায়েন করার জন্য রেঞ্জ পরিচালক, ঢাকা মহোদয়ের মাধ্যমে সদর দপ্তর অপারেশন শাখায় অনুমোদন চাওয়া হয়।
(১-গ) চূড়ান্ত মোতায়েনঃ
সদর দপ্তর অপারেশন শাখার অনুমোদনের আলোকে প্রত্যাশী সংস্থায় আনসার মোতায়েনের জন্য জেলা কমান্ড্যান্ট মহোদয় আদেশ জারী করেন।
(১-ঘ) সংস্থা হতে বেতন ভাতাদি গ্রহণ ও পরিশোধঃ-
কোন সংস্থায় আনসার অংগীভূত করণের সিদ্ধান্ত গৃহীত হবার পর উক্ত সংস্থাকে নির্ধারিত হারে আনসারদের তিন মাসের বেতন - ভাতার সমপরিমাণ অর্থ অগ্রীম হিসাবে নগদ পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে জমা করতে হয়। এছাড়া মাসিক নিয়মিত ভাবে বেতন-ভাতাদি পরিশোধ করতে হয়। প্রতি বছর নির্ধারিত হারে দু’টি উৎসব বোনাস অংগীভূত আনসারদেরকে প্রদান করতে হয়।
(১-ঙ) ২০% এবং ১৫% আনুষঙ্গিক অর্থঃ
আনসার প্রত্যাশী সংস্থা প্রত্যেক অংগীভূত আনসার সদস্যের দৈনিক ভাতার ২০% অস্ত্রসহ ক্যাম্পের ক্ষেত্রে এবং ১৫% (নিরস্ত্র ক্যাম্পের ক্ষেত্রে) আনুষঙ্গিক অর্থ হিসাবে জেলা কমান্ড্যান্ট এর নিকট প্রদান করবেন।
(১-চ) অংগীভূতির মেয়াদকালঃ
প্রত্যাশী সংস্থা কম পক্ষে তিন মাসের জন্য আনসার নিয়োগ করবেন। সশস্ত্র হলে কমপক্ষে ১০জন এবং নিরস্ত্র হলে কম পক্ষে ০৬জন আনসার অংগীভূত করাহ য়।
(২) প্রশিক্ষণ সংক্রান্তঃ-
(২-ক) আত্ম কর্মসংস্থান মূলক প্রশিক্ষণঃ
নিম্নোক্ত পদ্ধতিতে সারা বছর ব্যাপী আত্ম কর্মসংস্থান মূলক প্রশিক্ষণে জেলা কার্যালয় হতে আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণ সম্পাদন করা হয়ে থাকেঃ
যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়
উপরে উল্লেখিত প্রশিক্ষণ প্রতিবছর প্রশিক্ষণ নির্দেশিকা অনুসারে পরিবর্তন (সংযোজন/বিয়োজন) হতে পারে।
** উল্লেখ্য সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীগণের থাকা-খাওয়া সরকারী ভাবে বহন করা হয়। তৎসংগে প্রশিক্ষণের উপকরণও পোশাকাদি প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস